অনলাইন ডেস্ক:
কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন (টাউন হল) নিয়ে আজ শনিবার গণশুনানি কেন্দ্র করে কান্দিরপাড় মুখী সকল যানবাহন বন্ধ রাখা হয়েছে। বিপুল সংখ্যাক জন সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই যানজটের ভোগান্তি এড়াতে এই সিদ্ধান্ত। দুপুর ১২ টার পর যান চলাচল স্বাভাবিক হবে। এদিকে কান্দিরপাড় কেন্দ্রিক দোকানপাটও বন্ধ রয়েছে।
উল্লেখ্য বর্তমান টাউন হল ভেঙে আধুনিক টাউন হল নির্মাণ হবে নাকি বর্তমান ভবনটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে মতামত নেওয়া হবে। আজ সকাল ১১টায় টাউন হল মাঠে এ গণশুনানির আয়োজন করেছে
জেলা প্রশাসন। ইতোমধ্যে গণশুনানিতে অংশ নিয়ে মতামত দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া কয়েক দিন ধরে নগরীর প্রতিটি এলাকায় মাইকিংও করা হয়েছে।
জানা যায়, ১৮৮৫ সালে ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মানিক্য কুমিল্লা গণপাঠাগার ও নগর মিলনায়তন প্রতিষ্ঠা করেন। গত ২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় টাউন হল ভেঙে আধুনিক টাউন হল নির্মাণের পরিকল্পনার কথা জানান সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াসকে প্রধান করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
৯ ডিসেম্বর ওই স্থাপনা পরিদর্শন শেষে কমিটির সদস্যরা কুমিল্লা সার্কিট হাউসে বৈঠক করেন। সেখানে টাউন হলের ভবিষ্যৎ নিয়ে গণশুনানির সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, জেলা প্রশাসন গণশুনানির ব্যবস্থাপনা করছে। সেখানে সবাই টাউন হল নিয়ে তাদের উন্মুক্ত মতামত জানাতে পারবেন।
Leave a Reply