অনলাইন ডেস্ক:
কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্রে স্থাপিত হতে যাচ্ছে ভারতীয় ভিসা গ্রহণ কেন্দ্র। ডিসেম্বরের শেষ সপ্তাহে চালু হওয়ার কথা থাকলেও একাদশ সংসদ নির্বাচনের কারণে জানুয়ারীর প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে।
তবে নির্দিষ্ট স্থানটির নাম এখনও প্রকাশ করা হচ্ছে না। তবে সূত্রে জানা গেছে কান্দিরপাড়ের আসে পাশে স্থানটি নির্ধারণ করা হয়েছে। জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াও শেষের পথে।
কুমিল্লায় ভিসা রিসিভিং সেন্টার স্থাপনের জন্য ১ হাজার থেকে দেড় হাজার বর্গফুট স্থান খুঁজে ৮ আগষ্ট জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ২৭ আগষ্ট সেই সময় শেষ হয়েছে।
এছাড়া স্নাতক পাশ ও কম্পিউটারের উপর বেসিক ধারণা আছে এমন যোগ্যতা সম্পন্ন লোককে “ভিসা এক্সিকিউটিভ ” পদে নিয়োগ দেয়া হবে। বিস্তারিত জানতে লগ ইন করুন– www.sbibd.com, www.ivacbd.com
Leave a Reply