নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা কান্দিরপাড় রূপায়ন দেলোয়ার টাওয়ারের নীচতলায় শুভ উদ্বোধন হয়েছে লোটো লি কুপারের এর ৫ম আউটলেট। উদ্বোধন উপলক্ষে সকল পন্যে তিন দিন ১ ডিসেম্বর পর্যন্ত ২০% ডিসকাউন্ট চলবে। স্পেশাল ডিসকাউন্টে পেয়ে ক্রেতা সাধারণ পছন্দের জুতা কিনতে ভীড় করছেন।
শুক্রবার সকালে দোয়া মোনাজাত ও ফিতা কেটে উদ্বোধন করেন ময়নামতি ঝুমুর কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দীন হাফিজাহুল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মনিরুল ইসলাম মজুমদার, আউটলেট স্বত্বাধিকারী এমডি আবু বকর সরকার, কুমিল্লা মিয়ামি জামে মসজিদের খতিব বেলাল হোসেন হেলালী, আড়াইউড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জসিম উদ্দিন চাঁদপুরী, রেইসকোর্স সুরাইয়া জামে মসজিদের খতিব মাসুদ মুন্সী, খতিব রহুল আমিন, খতিব আব্দুল হান্নান,
লোটোর এরিয়ার কো-অর্ডিনেটর শাফা মাহবুব, এরিয়া ম্যানেজার মো: মেহেদী হাসান, নূর আলম,লোটোর তিন আউটলেটের ইনচার্জসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply