অনলাইন ডেস্ক:
বীর মুক্তিযো’দ্ধা, কুমিল্লা অজিতগুহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলকাসুর রহমান করোনার সাথে যু’দ্ধে হেরে গেলেন। সন্ধ্যা ৭টায় কুমিল্লা মেডিকেল কলেজের করো’না ইউনিটের আইসিইউতে তিনি ই’ন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।)।
আলকাসুর রহমান ছিলেন কুমিল্লার একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় ও চৌয়ারা মাদ্রাসার সভাপতি, অজিতগুহ
মহাবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য, জেলা বাকশিস এর প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। গত ১৩ জুন শনিবার সন্ধ্যা থেকে শ্বাস ক’ষ্টের সমস্যা নিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মেয়ে ডা: মৌসুমি ও জামাতা ডা:শাওন বিষয়টি নিশ্চিত করেছেন । তাঁর করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল।
অনলাইন ডেস্ক:
কুমিল্লায় করো’নাভাইরাসে আক্রান্ত হয়ে মা’রা গেছেন জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন। আজ সোমবার (১৫ জুন) বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান তিনি।
এ ছাড়া এদিন করো’নার উপসর্গ নিয়ে জেলা আরো ৭ জনের মৃ’ত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন এবং নিজ নিজ বাড়িতে মারা গেছেন দু’জন।
কুমেকে করো’নায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে মা’রা গেছেন ৫ জন। এদের ২ জন আইসিইউতে অপর তিনজন আইসোলেশনে মারা যান। এ ছাড়া সোমবার বিকেলে করো’না আক্রা’ন্ত হয়ে বরুড়ার শিলমুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন মা’রা যান বলেও জানান তিনি।
কুমেক হাসপাতালে করো’না উপসর্গ নিয়ে মা’রা যাওয়া ব্যক্তিরা হলেন- জেলার মুরাদনগর উপজেলার মোকলেছুর রহমান (৮০), বরুড়ার রতন বণিক (৬৬), বুড়িচংয়ের শাহআলম (৪৮), নাঙ্গলকোটের আবদুল হক (৬০) এবং কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার মোস্তাফিজুর রহমান (৩৮)।
এদিকে সোমবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মা’রা গেছেন মো. আলম নামে এক পল্লী চিকিৎসক। তার বাড়ি উপজেলার নাগাইশ গ্রামে। একই দিন বিকেলে জেলার বরুড়ায় করোনা উপসর্গ নিয়ে মা’রা যান নুরুল ইসলাম তালুকদার নামে এক ব্যক্তি। মারা যাওয়া এ দু’জন গেলো কয়দিন যাবৎ জ্বর-শ্বাস ক’ষ্টে ভোগছিলেন বলে জানা গেছে।
Leave a Reply