রবিউল হোসেন।।
কুমিল্লা আর্দশ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল বলেছেন-‘ করোনায় আতঙ্কিত না হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাই করোনার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুমিল্লা বিভিন্ন সেক্টরে শীর্ষে অবস্থান রয়েছে। কুমিল্লার ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রেও কুমিল্লাবাসীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকের স্ব-স্ব অবস্থানে থেকে করোনার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ’
শনিবার(১৪ মার্চ) আদর্শ সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে অত্যাবশকীয় কারণ ছাড়া এই ভাইরাস দ¦ারা আক্রানÍ কোন দেশ ভ্রমন করা থেকে বিরত থাকুন, হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করুণ, নিয়মিত সাবান দিয়ে হাত-মুখ পরিস্কার-পরিছন্ন রাখুন। কারো সর্দি-কাশি, জ¦র শ্বাসকষ্ট হলে কোন অবহেলা না করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা দ্রুত নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। আমাদের কোন আপ্তীয়-স্বজন প্রবাস থেকে দেশে আসলে, তাকে ১৪ দিন কোয়ারেন্টে রাখার ব্যবস্থা নিতে হবে।
আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল, উপজেল্ া মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেল্ া প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার ।
Leave a Reply