(অমিত মজুমদার, কুমিল্লা)
করোনায় আক্রান্ত হলেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। দেশের ক্রান্তি লগ্নে জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার মানুষের জন্য কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
শুক্রবার তার নমুনা রিপোর্ট পজেটিভ আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে বলেন, সকলের নিকট দোয়া ও ক্ষমাপ্রার্থী । কোভিড-১৯ পজিটিভ। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন।
বিগত কয়েক মাস ধরে ফেসবুকের মাধ্যমে নানা অভিযোগ গ্রহন করে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহন করেন। যা কুমিল্লা জুড়ে ব্যাপক সাড়া পড়ে।
এদিকে শুক্রবার কুমিল্লায় নতুন করে শনাক্ত হয়েছে ৯১ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৪১, আদর্শ সদর- ৮, দেবিদ্বার- ১৩, সদর দক্ষিণ- ৩, চৌদ্দগ্রাম- ১, লালমাই- ৬, মুরাদনগর- ২, নাঙ্গলকোট- ১৬ (+মৃত ১)=১৭,দাউদকান্দি- ১, লাকসাম- ১,
।এই নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৪শ ৭১ জনে । গত ২৪ ঘন্টায় সুস্থ কেউ সুস্থ হয়নি।
মোট সুস্থ হয়েছে ৬ শ ৯৭ জন ।
আজ নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।। দেবিদ্বার- ১,নাঙ্গলকোট- ১,চৌদ্দগ্রাম- ১ (CuMCH) দাউদকান্দি- ১ (CuMCH),মুরাদনগর- ১,
মোট মৃত্যু সংখ্যা বেড়ে ৭১ জনে।
সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪শ ৩৭ টির , ফলাফল এসেছে ১৪ হাজার ১শ ৯৪ টি। শুক্রবার (১৯ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
Leave a Reply