অনলাইন ডেস্ক:
কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া উপজেলা পরিষদের আরও তিনজনের করোনা পজিটিভ এসেছে। বিভিন্ন ত্রান বিতরনে তিনি যোগ দেওয়া বিভিন্ন কমকর্তা ও নেতা-কর্মীরা ঝুঁকিতে রয়েছে। গত ২৩ মে তিনি নমুনা টেস্ট করেন আজ ২৭ মে তাদের ফলাফল পজেটিভ আসে। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল জানান, আমি ভাল আছি, সকলের দোয়া চাই । তার অফিসের পিআইও পজেটিভ আসার পর তিনি টেস্ট করান।
তিনি তার ফেসবুকে লিখেন
২৭/০৫/২০২০
আসসালামু আলাইকুম
আপনাদের সকলের অবগতি
ও
দোয়া কামনায় জানাচ্ছি যে
গত শনিবার(২৩/০৫/২০২০)
অফিস থেকে অন্যান্যদের সাথে
“করোনা” টেস্ট করার জন্য আমারও
নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ
নমুনা দেয়ার পর থেকেই আমি নিজকে
আইসোলেটেড করে রেখেছি
ঈদের নামাজ পড়তেও বের হইনি
ঈদের দিনেও একা রুমে আবদ্ধ ছিলাম
এখনো আছি
গতকালের আগে হাল্কা জ্বর ছিল
আজ দুদিন জ্বরও নাই
হাল্কা কফ/কাশি ছাড়া আর কোনো
সমস্যা বোধ করছিনা
ডাক্তারের পরামর্শ মত চলছি
গত চার/পাঁচ দিন
“অনেক অনেক দুঃখিত
সকলের কল রিসিভ করতে পারছিনা”
সকলের দোয়া প্রার্থনা করছি….
এদিকে কুমিল্লায় নতুন করে আরও ৩৪ জনের করোনায় পজিটিভ এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুবের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। কুমিল্লা শহরের বজ্রপুরে করোনায় মারা যাওয়া সিমেন্ট ব্যবসায়ী আবদুল কুদ্দুসের গ্রামের বাড়ি হেমজুরায় আরো ৬ জন আক্রান্ত। এর মধ্যে মরহুম আবদুল কুদ্দুসের ভাই রয়েছেন।
অন্যান্য উপজেলায় মধ্যে দেবিদ্বারে ১১ জন, নাঙ্গলকোটে ৫ জন, সিটিতে ১, সদর দক্ষিণে ৭ জন, সদর ৪, মনোহরগঞ্জে ২, ব্রাহ্মণপাড় ২, বরুড়া ১ জন, বুড়িচংয়ে ১ জন। নতুন করে সুস্থ হয়েছে দেবিদ্বারের ৪জন। এই নিয়ে সুস্থ হয়েছে ১০০ জন। কুমিল্লা আক্রান্ত জেলা মোট আক্রান্ত সংখ্যা ৭০৭ জন। এই নিয়ে মৃ’ত্যু হয়েছে ২২ জনের ।
Leave a Reply