অনলাইন ডেস্ক:
আপডেট ০১.০৬.২০২০
সোমবার @ ২.২০ pm
রিপোর্টপ্রাপ্তিসাপেক্ষে_পরিবর্তনীয়
সর্বমোটনমুনাপ্রেরণ: ৯৫৪৬
সর্বমোটরিপোর্টপ্রাপ্তি : ৮৫৯৯
আজকের_পজিটিভ: ৪৯
সিটি করপোরেশন- ১২
নাঙ্গলকোট- ৫
চৌদ্দগ্রাম- ১৩
আদর্শ সদর- ৫
বুড়িচং- ৯
মুরাদনগর- ৩
মেঘনা- ১
ব্রাহ্মণপাড়া- ১
সর্বমোট_পজিটিভ: ১০২০
আজকের_সুস্থ্য: ৪
আদর্শ সদর- ৩
মেঘনা- ১
সর্বমোট_সুস্থ্য: ১৪২
আজকের_মৃত: ০০
সর্বমোট_মৃত: ২৮
ধন্যবাদ
মাস্ক না পরলে ৬ মাসের জেল অথবা লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক:
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের মধ্যে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া বেআইনি উল্লেখ করে- কেউ মাস্ক না পরলে জেল জরিমানার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে কেউ বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া আদেশ অমান্য করার কারণে একই ব্যক্তি আরও তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে পড়তে পারেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এর বাইরেও সরকারের পক্ষ থেকে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের। এছাড়া অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া অচেনা করোনাভাইরাসের প্রথম সংক্রমণ দেশে ধরা পড়ে ৮ মার্চ। এরপর থেকে প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়েছে, দেশে ভাইরাসটিতে মোট শনাক্তের সংখ্যা ৪৪ হাজার ৬০৮ জন। আর মৃত্যু হয়েছে ৬১০ জনের।
Leave a Reply