(জাগো কুমিল্লা.কম)
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান “হৃদয়ে রবীন্দ্রনাথ” গতকাল ৮মে অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ও কুমিল্লার আয়োজনে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, শ্রেয়সী রায়, সংগীত শিল্পী, কাজী মাহতাব সুমন, আবৃত্তি শিল্পী ও প্রমা অবন্তী, নৃত্যশিল্পী, চট্টগ্রাম। কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোসলেম উদ্দিন সিকদার লিটন, জেলা কালচারাল অফিসার, চট্টগ্রাম।
রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত থাকায় কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত হতে না পারলেও মোবাইলে সংযুক্ত সকলের প্রতি শুভেচ্ছা জানান।
Leave a Reply