অনলাইন ডেস্ক:
পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করতে যাওয়ার সময় অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে পলি আক্তার নামে এক কিশোরীর (১৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার লামাপাড়া গ্রামে। নিহত পলি পূর্বধলা উপজেলার শ্রীপুর গ্রামের সাহাবুল তালুকদারের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গৌরীপুর স্টেশন রোডের বাসিন্দা মোঃ রুবেল মিয়ার গ্রামের বাড়ি উপজেলার মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা আব্দুল আজিজের কবর জিয়ারত করতে পরিবারের সবাইকে নিয়ে অটোরিক্সা করে যাচ্ছিলেন।
রিক্সাটি শাহবাজপুর মোড়ে যেতেই অটোরিক্সায় মাঝখানে বসা পলি আক্তারের ওড়নার দু’প্রান্তই অটোরিক্সার মটরে প্যাঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে তাৎক্ষনিক অটোরিক্সাতেই তার মৃত্যু হয়।
Leave a Reply