আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় উদযাপিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে এলবিয়ন ল্যাবরটরিস নানান কর্মসূচী গ্রহণ করে।
সোমবার সকাল সাড়ে ৮ টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা মোঃ কোরেশী। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, প্রফেসর ডাঃ অজিত কুমার পাল, ডাঃ শাহ আলম, ডাঃ বদরুদ্দোজা ছোটন , ডাঃ সালে জোহর বাদল, ডাঃ দিলরুবা আক্তার, ডাঃ ফেরদৌসি বেগম, ডাঃ তৌওফিকুন নবী লিটন , এলবিয়ন ল্যবরটরিসের রিজিওনাল ম্যানেজার সৈয়দ আশরাফ হোসেন প্রমূখ।
এলবিয়ন ল্যবরটরিসের রিজিওনাল ম্যানেজার সৈয়দ আশরাফ হোসেন জানান, বিশ্ব ডায়াবেটিক দিবসে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে হেলথ ক্যাম্প করার কর্মসূচী গ্রহণ করেছি। কর্মসূচীর মধ্যে বিনামূল্য ডায়াবেটিক ও রক্ত পরীক্ষা করা হবে। কারণ আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের সেবায় আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে।
ডায়াবেটিক নিয়ে অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক বলেন, আমার ১৭ বছর ধরে ডায়াবেটিক। আমি এখনো সুস্থ আছি, কারণ আমি নিয়ন্ত্রিত জীবন যাপন করি।
ডাঃ অজিত কুমার পাল বলেন, ডায়াবেটিক দিবসের উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। এ বছর ডায়াবেটিক দিবসের প্রতিপাদ্য হচ্ছে শিক্ষা। ডায়াবেটিক শিক্ষার উপর এবার আমরা গুরত্ব দিচ্ছি। যদি সবাইকে সচেতন করতে পারি তাহলে ডায়াবেটিকসে আক্রান্ত হয়ে মৃত্যুহার কমানো সম্ভব।
Leave a Reply