অনলাইন ডেস্ক:
পাকিস্তানের সেই চা বিক্রেতার কথা মনে আছে। যার নীল চোখে ডুব দিতে মত্ত হয়েছিল গোটা দুনিয়া। একটিমাত্র ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন তিনি৷ অন্যদিকে, চোখ মেরে হইচই ফেলে দিয়েছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ৷ আর এবার ইন্টারনেটে ঝড় তুললেন পাকিস্তানি এক যুবক।
একটি গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিলেন পাকিস্তানের সেই যুবক। যুবকটি পেশায় রংমিস্ত্রি। নাম আরিফ খান। কাজের মাঝেই গান গান তিনি ৷ যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গেছে, নিজের কাজে মত্ত আরিফ ৷ আর গলা ছেড়ে গাইছেন, ‘হামারি আধুরি কাহানি’ ৷
এমন সময় পেছন থেকে কেউ একজন ভিডিও করতে থাকে আরিফকে। প্রথমবার ভিডিও দেখে খানিকটা লজ্জা পেয়ে যায় আরিফ। কিন্তু এরপরেই কাজের পাশাপাশি আগের মতো করেই গুণগুণ করে গাইতে থাকেন তিনি। সেই ভিডিও শেয়ার হতেই, নেটিজেনরা বলছেন, বলিউডে তারকাখ্যাত যে কোন সঙ্গীতশিল্পীকে অনায়াসে টক্কর দিতে পারেন আরিফ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:
https://youtu.be/lEKKrhO4ZR4
Leave a Reply