অনলাইন ডেস্ক:
এশিয়ার সবচেয়ে বড় লোককসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ এবার হচ্ছে না। করোনার কারণে ‘ফোক ফেস্টের’ ষষ্ঠ আসর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম।
শনিবার মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু বলেন, ‘অনুষ্ঠানের জন্য আমরা অনুমতি ঠিকই পেয়েছিলাম। কিন্তু করোনার সংক্রমণের কথা ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আয়োজনটি করবো না।’
তিনি আরও বলেন, ‘উৎসব মানেই অনেক লোকের সমাগম। ঝুঁকি থাকে করোনা সংক্রমণের। সেই সচেতনতার কারণেই এবারের আয়োজন বাতিল করেছি।’
তবে আগামী বছর ‘ফোক ফেস্ট’ আয়োজনের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। অজয় কুন্ডু বলেন, ‘আগামী বছর ফোক ফেস্ট হবে যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়।’
লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবাহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথমবারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন। উৎসবটি বিনামূল্যে উপভোগ করে থাকেন লক্ষাধিক দর্শক।
Leave a Reply