অনলাইন ডেস্ক:
এক বছরে দুইবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হবার কথা রয়েছে। দিন, তারিখও চূড়ান্ত করে ফেলেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। কিন্তু এ বছর নাকি আর বিপিএল হবে না ! এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
এক বছরে দুইবার বিপিএল আয়োজন ঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
‘বিপিএল আমার তৈরি। বিপিএলের বাইলজ অনুযায়ী এক বছরে দুবার বিপিএল অসম্ভব। সে হিসেবে এবছর বিপিএল হওয়ার কোন সুযোগ নেই।’
বিপিএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০১৮ সালের ডিসেম্বরে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০১৯ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। তাই সময় মেলাতে সপ্তম আসরটি চলতি বছরেই আয়োজন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে অনুযায়ী এ বছরের ৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবার কথা সপ্তম বিপিএলের।
অনলাইন ডেস্ক:
ফেসবুকে নিজের পোস্ট ছাড়া অন্য কারও পোস্টে আর দেখা যাবে না লাইক সংখ্যা। এই অপশন তুলে নেয়ার চিন্তাভাবনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। তাই কোন পোস্টে কত লাইক পড়বে তা জানা যাবে না।
সম্প্রতি সাতটি দেশে ইনস্টাগ্রামের জন্য এই ফিচারের পরীক্ষা চলছে। ইনস্টাগ্রামের মতো সিদ্ধান্তটি ফেসবুকেও চালু হতে পারে।
প্রযুক্তি বিশেষজ্ঞ জেন ম্যানচুন ওং-এর মতে, ফেসবুক পোস্টে কত লাইক পড়েছে তা গোপন রাখার ফিচারের ওপর পরীক্ষা করছে এবং এই ফিচারটি বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য সুবিধাজনক হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানায়, ফেসবুক নিউজফিড পোস্ট থেকে লাইকের সংখ্যা গোপন রাখবে, এতে অনেক ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে।
ইনস্টাগ্রামে পরীক্ষার সময় পোস্টদাতা কত লাইক পেলেন, তা জানতে পারেন কিন্তু তার অনুসারীরা তা দেখতে পাননি। তবে এ পরীক্ষার ফল এখনও প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।
Leave a Reply