(ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা)
পাশের হারের দিক থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৬ জেলার মধ্যে কুমিল্লা জেলা শীর্ষে রয়েছে। কুমিল্লা জেলায় পাশের হার ৭৩.৫৮ শতাংশ ।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ড হইতে ফলাফল ঘোষণা করা হয় ।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার কুমিল্লা জেলায় পাশের হার ৭৩.৫৮ শতাংশ। কুমিল্লা জেলায় ১৪৯টি কলেজের ৩৫ হাজার ৬৮৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ২৬ হাজার ২৫৯ জন পাশ করেছে।
চাদঁপুর জেলার পাশের হার ৬৯.৮০ শতাংশ। চাদঁপুর জেলায় ৬২ টি কলেজের ১৪ হাজার ৮৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১০ হাজার ৩৮৩ জন পাশ করেছে।
বি-বাড়িয়া জেলার পাশের হার ৬১.৮০ শতাংশ । এ জেলায় ৫৩ টি কলেজের ১৪ হাজার ৬৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৯ হাজার ৭৪ জন পাশ করেছে।
নোয়াখালি জেলার পাশের হার ৬০.৪০ শতাংশ । এ জেলায় ৪৫ টি কলেজের ১৮ হাজার ৫৭৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১১ হাজার ২২২ জন পাশ করেছে।
লক্ষ্নীপুর জেলার পাশের হার ৫৯.৪৯ শতাংশ । এ জেলায় ৩২ টি কলেজের ৯ হাজার ২১৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৫ হাজার ৪৮১ জন পাশ করেছে।
এবং ফেনি জেলার পাশের হার ৫০.৮২ শতাংশ । এ জেলায় ৪০ টি কলেজের ১০ হাজার ৬২৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৫ হাজার ৪০১ জন পাশ করেছে।
উল্লেখ্য যে, এবার এইচ এস সি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৪ হাজার ৭২১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। যার মধ্যে ৪৭ হাজার ৮৩১ জন ছাত্র ও ৫৫ হাজার ৮৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার পাশের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ । পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে । ছেলেদের পাশের হার ৬৩.৪৯ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৬৭.০৮ শতাংশ। এবারের পাশের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে। এ বোর্ডে একবার ৯৪৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। যার মধ্যে ৪৬১ জন ছাত্র ও ৪৮৩ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।- সূত্র: আজকের কুমিল্লা
Leave a Reply