(জাগো কুমিল্ল.কম)
মাত্র ১ ঘন্টার টানা বর্ষণে কুমিল্লা নগরীর পথ ঘাট পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবার দিনভর রিমঝিম বৃষ্টিপাত হয়। সন্ধ্যার পর একটানা ভারী বৃষ্টিপাত হলে শহরের বিভিন্ন সড়ক ডুবে যায়।
ভোগান্তিতে পরে মানুষ। হঠাৎ বৃষ্টিতে মানুষের দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। ঈদ উপলক্ষে শপিং করতে এসে বিপাকে পড়েছেন অনেকে। এদিকে বৃষ্টিকে কেন্দ্র কুমিল্লা নগরীতে তীব্র যানবাহন সংকট দেখা দিয়েছে। এছাড়া এই নির্ধারিত ভাড়া থেকে তিনগুন বেশি ভাড়া আদায় করছে রিক্সা ড্রাইভাররা।রাত ৮ টা ১৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে।
বৃষ্টিতে কুমিল্লা নগরীর বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শহরের চর্থা , বাগিচাগাঁও, চকবাজার, ঝাউতলা, পুলিশ লাইন, ডিসি রোড, ধর্মপুর, ঠাকুরপাড়াসহ নগরীর প্রধান প্রধান সড়ক পানির নিচে রয়েছে।বিভিন্ন এলাকার বিভিন্ন সড়ক দুই-তিন ফিট পানিতে তলিয়ে যায়। এতে করে শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও দোকানপাটের ভেতরে পানি ঢুকে যায়। কুমিল্লার বিভিন্ন উপজেলায় প্রচুর বৃষ্টি পাতের খবর পাওয়া গেছে।
কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টা পর্যন্ত কুমিল্লা ১৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তবে কি পরিমান বৃষ্টিপাত হয়েছে তা রাত ৯ টায় জানা যাবে।
Posted by Sakib Comilla on Tuesday, June 12, 2018
Leave a Reply