রবিউল হোসেন,কুমিল্লা।।
স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক আজিজুর রহমান বলেছেন, উচ্চ শিক্ষিত হওয়ার চেয়ে আদর্শ মানুষ হওয়ার গুরত্ব বেশি। জনপ্রতিনিধিদের স্কুল-কলেজগুলোতে তদারকি বৃদ্ধি করতে হবে। মান সম্মত শিক্ষার উন্নয়নে কোন আপোষ করা হবে না।
বুধবার (১৭এপ্রিল) আদর্শ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,কুমিল্লার ২টি স্বণামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে যে ঘটনা ঘটেছে তা খুবই নেক্কারজনক ঘটনা। এতে প্রতীয়মান যে আমাদের ছাত্রদের নৈতিক শিক্ষার অবক্ষয় হয়েছে। একটা স্কুল ছাত্রের কাছে কলম খাকবে কিন্তু পাওয়া গেল ছোঁড়া। আমাদের সোনার ছেলেরা যেন পথভ্রষ্ট না হয়, সেদিক নজর দিতে হবে। আজকের স্কুল-কলেজের শিক্ষার্থীরা ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়বে। স্কুলের শিক্ষকরা কোচিং করানো ফাঁয়দা থেকে সরে আসতে হবে। ছাত্রছাত্রীদের সুশিক্ষিত করে আদর্শ মানুষ গড়ে তুলতে হবে। সঠিক পাঠদান করছে কিনা করছে কিনা, তা জনপ্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়মিত তদারকি করবেন। কোন ব্যত্তয় ঘটলে আমাদেরকে সাথে সাথে অভিহিত করবেন।
সদর উপজেলার মাসিক সমন্বয় সভায় উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার চৌধুরী আশরাফুল করিম। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল, কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সেকান্দর আলী, ২নং উ: দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মো আবুল কালাম আজাদ, ৩নং দক্ষিন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আমিনুল হক, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ। এসময় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবদুস ছালাম ও উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply