আগামী ২৩জুন বাংলাদেশ আওয়ামীলীগ গৌরবের ৭১ বছরের সফল অভিযাত্রা।বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল।১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ও পাকিস্তান প্রতিষ্ঠার পর জননেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
জন্মলগ্ন থেকেই দুর্যোগ মোকাবেলা,ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সাম্যের সমাজ নির্মাণের আদর্শ এবং একটি উন্নত সমৃদ্ধ আধুনিক, প্রগতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নির্মাণের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে আওয়ামীলীগ।
যার প্রেক্ষিতে ১৯৫৫ সালের কাউন্সিলে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে ‘পূর্ব পাকিস্তান আওয়ামীলীগ’ নামকরণ করা হয়।
বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে আওয়ামীলীগ কে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে ষড়যন্ত্র হয়েছে,কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগ গৌরবময় ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।
বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবের সফল অভিযাত্রা অভিনন্দন/ ভালোবাসা ও মুজিবীয় শুভেচ্ছা জানাই কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা ৬ আসনের সাংসদ আ,ক,ম বাহাউদ্দিন বাহার ভাইয়ের পক্ষ থেকে বাংলাদেশে আওয়ামীলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মির প্রতি ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মীর দীর্ঘায়ু ও সফলতা কামনা করি।
আরফানুল হক রিফাত
সাধারন সম্পাদক
কুমিল্লা মহানগর আওয়ামীলীগ।
Leave a Reply