নিজস্ব প্রতিবেদক;
আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
শনিবার (১৭ সেপ্টেম্বর ) রাত ১২টার দিকে তাকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। পরে রাত ১১ টা ৫২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে।
তিনি আরও বলেন, হামলায় বরকত উল্লাহ বুলু মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার স্ত্রীর হাত ভেঙে গেছে।
হামলার বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলন বলেন, বিকেলে নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছিলেন বুলু। মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নামেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দল বেঁধে মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। হামলায় বুলু মারাত্মক আহত হন। এসময় তার স্ত্রী শামীমা বরকত লাকীর হাত ভেঙে যায়। বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুও এসময় আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ভূইয়াঁ মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিয়ে পুনরায় ঢাকায় রওয়ানা হন তিনি।
Leave a Reply