আমার দেশ
মোঃসোহেল মুন্সি
আমার দেশ বীরের দেশ
রুপসী এই বাংলাদেশ
স্বাধীন দেশ বিজয় দেশ
আমার এই বাংলাদেশ।
পাখপাখালির গানে গানে
মুখরিত হৃদয় প্রাণে
উদাস মনেতে লাগে বেশ
আমার এই বাংলাদেশ।
বৃক্ষরাজি ও তরুলতা
কোটি মানুষের হৃদয় কথা
আমরা সুখে আছি বেশ
আমার এই সোনার দেশ।
খালবিল আর নদী নালা
বন ও জঙ্গল গাছপালা
যেদিকে তাকাই লাগে বেশ
আমার এই বীরের দেশ।
শ্রমিক মজুর চাষা ভাই
সবাই মোরা ঠাই ঠাই
এই আনন্দে আছি বেশ
আমার এই রুপসী দেশ।
সবুজ লালের পতাকা আঁকা
নয়তো সেটা আকা বাকা
উড়ছে আকাশ পানে বেশ
আমার এই সোনার দেশ।
Leave a Reply