(শরীফ আহমেদ মজুমদার,কুমিল্লা)
কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট বাজার সংলগ্ন হরিপুর রেললাইনের পাশে সাধনের বাড়ীতে বাংলা মদের কারখানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে পুলিশ । টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
সোমবার (১৬ মার্চ) এ ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানার এসআই মুহাম্মদ আনোয়ার হোসেন খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে
দেশীয় মদের কারখানায় অভিযান পরিচালনা করি মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে দেই,তিন লিটার দেশীয় মদ জব্দ করি,টের পেয়ে তারা পালিয়ে যায়। এঘটনা উর্ধতন কর্তপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বছরের ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল ও নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি মোঃ মামুন অর রশিদ পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাংলা মদের কারখানায় বিপুল পরিমাণ বাংলা মদ ধ্বংস করে দেয়া হয়। এসময় পুলিশ চার মাদক কারবারীকে আটক করে।
মাদক কারবারিরা ভেঙে দেওয়া মদের কারখানা আবার তৈরি করে ব্যবসা পরিচালনা করে।
Leave a Reply