অনলাইন ডেস্ক:
নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধানে আবেদন, জমিজমা, কৃষি, প্রশাসনিক কাজসহ সব ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে দ্রুত সেবা প্রদানে (ই-নথি ব্যবস্থাপনা) কুমিল্লা জেলা প্রশাসন দেশে ৬৪ জেলার মধ্যে সেরা হয়েছে।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, আগে কাগজে দরখাস্তের মাধ্যমে জেলা প্রশাসন নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধান ও সেবা দিত। এতে নথি পেতে বেশ সময় লাগত। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ফাইলের স্তূপ জমতো। নাগরিকেরা হয়রানির শিকার হতেন।
জমিজমা-সংক্রান্ত তথ্য, কৃষি তথ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশাসনিক কাজকর্ম শুরু করেন। ইন্টারনেটের মাধ্যমে তাঁরা ঘরে বসে আবেদন করতে পারেন। একই সঙ্গে ঘরে বসেই নিজের প্রয়োজনীয় তথ্য পেয়ে যান। ফলে আগের মতো আর হয়রানির শিকার হতে হয় না।
Leave a Reply