প্রেস বিজ্ঞপ্তি:
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হ ত্যার প্রতিবাদে আজ সকাল ১১ টায় কুমিল্লা টাউন হলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রগতিশীল ছাত্র জোট কুমিল্লা জেলা। বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্র জোটে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুমিল্লা জেলা সংগঠক ছাত্র নেতা ফারজানা আক্তার।
বক্তব্যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হ ত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ছাত্র নেতা ফারজানা আক্তার বলেন, স্ট্যাটাস দেয়ার অপরাধে আবরার ফাহাদকে রুম থেকে ডেকে নিয়ে নির্যাতন করে হ ত্যা করা হলো কিন্তু হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐ শিক্ষার্থীর জীবন রক্ষায় কার্যত কোন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হল প্রশাসনের ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে হল প্রভোস্ট সহ সকলের অপসারণ দাবি করেন। মেধাবিদের সেরা প্রতিষ্ঠান বুয়েট ক্যাম্পাস ও হলসমুহকে ছাত্র লীগের সন্ত্রাসী দখলমুক্ত করারও জোর দাবি জানান এবং ফাহাদ হত্যাকারীদের শুধু গ্রেফতারই নয় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
বিক্ষোভ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কুমিল্লা জেলার সহ সভাপতি শফিউল আলম রাজীব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুমিল্লা জেলার সভাপতি ওয়ারিয়র আসিফ। সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সংগঠক তানভীর আলম,, সিপিবির কুমিল্লা জেলা কমিটির সদস্য বিকাশ দেব। আরো সংহতি জানান সিপিবির কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক কমরেড পরেশ কর, নির্মাণ শ্রমিক ফ্রন্টের কুমিল্লা জেলা সদস্য সচিব সালেক মিয়া,।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী অপূর্ব, দপ্তর সম্পাদক সাকিল আলম অপু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সদস্য রাজীব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য মেহেদী, রাকিব, নির্মাণ শ্রমিক ফ্রন্টের সদস্য মাহফুজ, মামুম বিল্লাহ, টিপু সহ আরো অনেকে।
Leave a Reply