নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব ব্যাংকে’র অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এমজিএসপি প্রকল্পের মাধ্যমে কুমিল্লা সিটির উন্নয়নের জন্য ২৫০ থেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা থেকে আগত প্রকল্পের কর্মকর্তারা।
আধুনিক সয়ং সম্পূর্ণ, উন্নত বাংলাদেশ গড়তে মেগা প্রকল্পকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় কনফারেন্স রুমে কয়েক ঘন্টা ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জলাবদ্ধতাকে প্রধান সমস্যা হিসাবে উপস্থাপন করেছেন সবাই। এছাড়াও বিনোদন সুবিধা বৃদ্ধি, ধর্মসাগরের চার পাড়ে হাঁটার রাস্তা তৈরি, পরিবেশ রক্ষা, শৌচাগার নির্মাণ, সড়ক প্রশস্ত করণ, যানজট সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হয়।
কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে
এমজিএসপি (মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট) সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম ভূইঁয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মোঃ নুরুল্লাহ, নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোঃ আবু সায়েম ভূইঁয়াসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এমজিএসপির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র স্থপতি হেলাল উদ্দিন, গভারন্যান্স স্পেশালিষ্ট আওলাদ হােসেন, নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান, প্রকৌশলী আহম্মেদ আবু যায়েদ অমি, সামাজিক ও পূনর্বাসন পরামর্শক মােঃ মাহাবুবুর রহমান প্রমুখ।
Leave a Reply