( জাগো কুমিল্লা.কম)
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কা বধে আজ মাঠে নামবে টাইগাররা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাঘ-সিংহের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।
ম্যাচের আগে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রয়েছে টাইগাররা। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা চোখ এখন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। কেননা, টাইগারদের দুর্বলতা বেশ ভালো ভাবেই জানা আছে।
অন্যদিকে, লঙ্কান দল একের পর এক দুর্ঘটনার খবরই দিয়ে যাচ্ছে। এশিয়া কাপের দলে থাকা দীনেশ চান্ডিমাল চোটে পড়ায় যেতেই পারেননি আরব আমিরাতে। অনুশীলনে চোট পাওয়ায় দানুস্কা গুনাতিলাকাকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া গ্রুপ পর্বের দুইটি ম্যাচ থেকে আকিলা ধনঞ্জয়া নিজের নাম সরিয়ে নিয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ দলের ওপেনার তামিম বলেছেন, ‘অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে (হাথুরুসিংহে) হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে, কোনো প্রতিশোধ নেয়ার জন্য নয়।’
অবশ্য ক্রিকেট বোদ্ধারা বলছেন, আজকের ম্যাচে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে লিটন দাসকে দেখা যেতে পারে। এরপর বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, রান মেসিন মুশফিক দলের হাল ধরবেন।
তারপর যথারীতি রিয়াদ, মোসাদ্দেক মাঠে নামবেন। দলে সাব্বিরের পরিবর্তে মোহাম্মদ মিথুন জায়গা করে নিয়েছেন। এরপর মাঠে নামবেন মিরাজ, মাশরাফি, রুবেল হোসেন ও মোস্তাফিজ।
বোলিং আক্রমণে থাকবেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিতে পারেন মেহেদী হাসান মিরাজ।
পেস আক্রমণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কাটার মাস্টার মোস্তাফিজ তো আছেনই। এ দু’জনের সঙ্গী হিসেবে থাকতে পারেন রুবেল হোসেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
Leave a Reply