অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমের প্রচারণা মিছিলে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জাহানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের চার নেতাকর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মোহাম্মদ রায়হান, তায়েব হোসেন, সাদ্দাম হোসেন ও মোহাম্মদ ছালেক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী দিদারুল ইসলামের প্রচারণা মিছিলে পেট্রোল বোমা হামলা হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুণ্ডে হামলার ঘটনায় দগ্ধ তিনজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর একজন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
Leave a Reply