নিজস্ব প্রতিবেদক:
রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক এপিপি আসাদুল হককে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার সকাল সাড়ে ১১ টায় আদালত প্রাঙ্গণে কুমিল্লা জেলার আইনজীবীদের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এড. মো: সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্ব ও এড. সুবীর নন্দী বাবুর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাশার, এড আতিকুর রহমান আব্বাছি, এড. মানিক ভৌমিক, এড. স্বর্ণ কমল নন্দী, এড. বদিউল আলম সুজন, এড মো: মোজাম্মেল হক বশির, এড. আনোয়ার সাদাত, এড মাহাবুবুর রহমান, এড অমিতাভ ঘোষ, এড বাবুল সাহা, এড প্রহলাদ দেবনাথ, এড. সঞ্জিবন পাল, এড. আশিকুর রহমান জুয়েল, এড এনামুল হক মাসুম,সহ অন্যান্য আইনজীবীগণ
এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন আইনজীবী নেতারা।
উল্লেখ্য, সম্প্রতি রংপুরের মর্ডাণ বারো আউলিয়া গ্রামের নিজ বাড়িতে চোরের হাতে খুন হন আইনজীবী আসাদুল হক। ওই ঘটনায় গ্রেফতার হওয়া যুবক রতন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। চুরি করা দেখে ফেলায় এবং নাম ধরে ডাক দেওয়ায় আইনজীবী আসাদুল হককে গলাকেটে হত্যা করে রতন ও তার সহযোগী।
Leave a Reply