নিজস্ব প্রতিবেদক।।
সময়ের কণ্ঠস্বরের কুমিল্লা জেলা প্রতিনিধি অসুস্থ মো. রবিউল হোসেনকে দেখতে বুড়িচংয়ে ছুটে গেলেন কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল। বুধবার(১৫জুলাই) বিকেলে সাংবাদিক রবিউলের বুড়িচং সদরের পৈত্রিক(পুরানো) বাড়িতে ছুটে যান।
জানা গেছে, রবিউল হোসেন গত ৩ই জুলাই হতে ১২ই জুলাই পর্যন্ত টানা ১০০ থেকে ১০৫ ডিগ্রি জ¦রে ভোগছেন। রবিউল হোসেনের জ¦র পরীক্ষার পর টাইফেড জ¦র ও ডেঙ্গু জ¦র ধরা পড়ে। গত ১২ জ্লুাই হতে ১৫ জুলাই পর্যন্ত কোন জ¦র নাই কিন্তু তার শরীরের তাপমাত্রা কমে ৯৩-৯৪ ডিগ্রিতে আছে। পাশাপাশি ডেঙ্গু জ¦রের কারনে শরীরের প্লাটিনাম কমতে শুরু করেছে।
রবিউলের চিকিৎসক ডা.নুরজাহান সুলতানা ইমা জানান ডেঙ্গু জ¦রের প্রভাবে রবিউল হোসেনের শরীরের তাপমাত্রা কমে ৯৩-৯৪ ডিগ্রিতে এবং শরীরের প্লাটিনাম কমতে শুরু করেছে। তার শরীরের তাপমাত্রা বাড়াতে না পাড়লে আগামী ১০দিন ঝুঁকিপুর্ণ্য হতে পারে। ্এসব তথ্য পেয়ে রবিউল হোসেনকে দেখতে বুড়িচংয়ে ছুটে গেলেন কুমিল্লার মিডিয়াবান্ধব উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল। এসময় উপস্থিত ছিলেন দৈনিক রুপসী বাংলা পাত্রিকার সিনিয়র রিপোটার এম.এইচ মনির।
Leave a Reply