1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
২০০ পাউন্ডের কেক কেটে বেকিং টুলস কুমিল্লার ৫ বছর পূর্তি ও শেফ জেবুন্নেছার শততম ক্লাস উদযাপন! প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত :  কুমিল্লায় বিএনপি নেতা কামরুল হুদা মওদুদ শুভ্রকে  ছুরিকাঘাত করা  আসামিরা জনসম্মুখে  ঘুরে বেড়াচ্ছে! কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা কুমিল্লায় টমছমব্রীজে ফল্যান্সার শপের উদ্বোধন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন না ফেরার দেশে পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সভাপতি শিব প্রসাদ রায়! জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট! ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি  অভিনয়! তব ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি  অভিনয়! তবুও ক্ষুব্ধ দেশবাসী!ও ক্ষুব্ধ দেশবাসী! ভারতকে উড়িয়ে এশিয়া কাপের চ্যম্পিয়ন বাংলাদেশ

অনুমোদন ছাড়াই রাস্তা দখল করে চলছে টমসমব্রীজ কাঁচা বাজার !

  • প্রকাশ কালঃ শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৮২৬

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগরীর টমসমব্রীজ কাঁচা বাজার। সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়াই দীর্ঘ বছর ধরে চলছে বাজারটি। রাস্তা দখল করে গড়ে উঠা বাজারটি কে চালায়। কারাই বা এই বাজারটি থেকে মাসোহারা তুলে রাজস্ব থেকে বঞ্চিত করছে সরকারকে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

সরেজমিনে নগরীর টমসমব্রীজ কাঁচা বাজারটি ঘুরে দেখা যায়, টমসমব্রীজ কোটবাড়ী সড়ক দখল করে বাজারটি গড়ে উঠেছে। দু’পাশে কাঁচা তরকারীর ঝুড়ি নিয়ে বসে আছে বিক্রেতারা। তারপাশেই মাছসহ-নিত্য প্রয়োজনীয় পন্যর পসরা সাজিয়ে রেখেছেন দোকানীরা। অপরিকল্পিতভাবে হাট বসার কারনে নিত্য দিন যানজট সৃষ্টি হয়। নগরীর প্রবেশদ্বার টমসমব্রীজের যানজট সৃষ্টির অন্যতম কারন এ বাজারটি।

সিটি কর্পোরেশনের অনুমোদন নেই। তবুও বাজারটি বসিয়ে একটি চক্র প্রতিনিয়ত বাজারটি থেকে চাঁদাবাজি করছেন। নাম না প্রকাশ করার শর্তে বেশ কয়েকজন তরকারী বিক্রেতা জানান, প্রতিদিন এখানে প্রতিজন কাঁচা তরকারী বিক্রেতাকে ১৫০ টাকা করে দিতে হয়। এছাড়াও মাছের প্রতিটি ডালার জন্য ২৫০ টাকা দিতে হয়। এছাড়াও ফেরীওয়ালারা দেন ৫০ টাকা করে।

অনুসন্ধানে জানা যায়, কাঁচা বাজারটির সড়কের দুপাশে যে মুদি দোকানগুলি রয়েছে সবগুলোই সড়ক ও জনপদের জায়গা দখল করে গড়ে উঠেছে। তবে সড়ক ও জনপদের জায়গা দখল করে গড়ে উঠলেও নগরীর ঠাকুরপাড়া এলাকার একটি চক্র প্রতিদিন বাজারটি থেকে চাঁদাবাজি করে। সকালে রাতে নিয়ম করে চাঁদা আদায় করা হয়। এতে করে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার।

সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়াই কিভাবে চলছে টমসমব্রীজ বাজারটি বিষয়টি নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু বলেন, প্রতি বছরই বাজারটি ইজারা দেন। তবে গত ২০১৯ সালে শুধু কাঁচা বাজারটি ৭০ হাজার টাকা ইজারা দেয়া হয়েছিলো। তবে ২০২০ সালে বাজারটি ইজারা দেয়া হয় নি। কাঁচা বাজারের পাশে বাকি দোকানপাটগুলি সড়ক জনপদের জায়গা দখল করে গড়ে উঠেছে। আমরা সড়ক ও জনপদ বিভাগের সমন্বয়ে অবৈধ বাজারটি উচ্ছেদ করবো।

কুমিল্লা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ড. আহাদউল্লাহ জানান, সড়কের উপরের যে কাঁচা বাজারটা বসে সেটা সড়ক ও জনপদের জায়গায়। আমরা দখলদারদের উচ্ছেদ করতে চাই।

এদিকে অবৈধ এ বাজারটি উচ্ছেদের জন্য গত নভেম্বর মাসের আইনশৃংখলা সভায় সিদ্ধান্ত হয়। চলতি ডিসেম্বর মাসে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে অবৈধ বাজারটি উচ্ছেদ করা হবে। তবে গতকাল ২৫ ডিসেম্বর পার পর্যন্ত শুধু কাঁচা বাজারটি উচ্ছেদ করা হয়েছে। সড়ক জনপদের জায়গা দখল করে গড়ে উঠা মুদি দোকানগুলি এখনো বহাল তবিয়তে আছে।

বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, গত কয়েকদিন আগে সড়ক দখল করে বসা কাঁচা বাজারটি উচ্ছেদ করা হয়েছে। এখন যদি সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলের অভিযোগ থাকে এবং সড়ক ও জনপদ বিভাগ যদি অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের সহযোগিতা চায় তাহলে জেলা প্রশাসন সর্বাত¦ক সহযোগিতা করবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews