মো. নাজিম উদ্দিন, মুরাদনগর
‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮শে আগস্ট থেকে ৩রা সেপ্টম্বর পর্যন্ত শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মুরাদনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ফয়জুর রহমান। সভায় মৎস্য সপ্তাহে সাতদিনের বিভিন্ন কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো উপজেলায় মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ, মৎস্যচাষীদের সাথে আলোচনা সভা, মৎস্যচাষীদের মাঝে উপকরণ ও পুরস্কার প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা , মৎস সেক্টরে সরকারের ষাফর্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রর্দশন ইত্যাদি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবীবুর রহমান, কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান রনি, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি শামীম আহাম্মেদ, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি নাজিম উদ্দিন, আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম, আমাদের কুমিল্লা পত্রিকার প্রতিনিধি এনএ মুরাদ, মুক্তির লড়াই পত্রিকার প্রতিনিধি মাহফুজুর রহমান রুবেল, ফয়সাল প্রমুখ।
Leave a Reply