অনলাইন ডেস্ক:
সকল জল্পনার অবসান ঘটিয়ে এবার মিস ওয়ার্ল্ড ২০১৮’র সেরার মুকুট উঠলো মেক্সিকান তরুণী ভেনেসা পনসে দে লিওনের মাথায়। গতবারের বিজয়ী মানুষী ছিল্লার তার মাথায় বিজয়ীর মুকুট পড়িয়ে দিয়েছেন।
শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় চীনের সানইয়াহ শহরে অনুষ্ঠিত হয় এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের জমকালো আসর। এবার প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের রমণী নিকোলেনে পিছাপা লিমসনসুকান।
এদিকে মিস ওয়ার্ল্ড ২০১৮’র ফাইনালে সেরা ত্রিশ থেকে সেরা বারো নির্বাচন করা হলে বাদ পড়েন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। এবারই প্রথম বাংলাদেশের কোনও প্রতিযোগী ‘মিস ওয়ার্ল্ড’-এ সেরা ত্রিশ নির্বাচিত হয়ে ফাইনালের মঞ্চে উঠেছেন।
Leave a Reply