অনলাইন ডেস্ক:
ফুটবলে বিশ্বকাপ জয়ী ফ্রান্স হটিয়ে র্যাঙ্কিংয়ের দুই নম্বরে এসেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল। পয়েন্টের উন্নতি না হলেও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।
চলতি মাসের শুরুতে মারাকানা স্টেডিয়ামে পেরুকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের নবম কোপা শিরোপা জয় করে ব্রাজিল। ফ্রান্স তিন নম্বরে নেমে গেলেও বেলজিয়াম যথারীতি শীর্ষে আছে।
সবচেয়ে বেশি উন্নতি করেছে আফ্রিকা কাপ অব নেশন্স চ্যাম্পিয়ন আলজেরিয়া। ২৮ ধাপ এগিয়ে ৪০ নম্বরে অবস্থান তাদের।গত জুনে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৩ তে। এখন ১৮২। আগের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট ছিল ৯২২। এখনও সেই ৯২২।ফিফার শীর্ষ দশ দল: ১. বেলজিয়াম, ২. ব্রাজিল, ৩. ফ্রান্স, ৪. ইংল্যান্ড, ৫. উরুগুয়ে, ৬. পর্তুগাল, ৭. ক্রোয়েশিয়া, ৮. কলম্বিয়া, ৯. স্পেন, ১০. আর্জেন্টিনা।
ব্রাজিলে আটকে আছে দুই ইরানি জাহাজ
অনলাইন ডেস্ক:
জ্বালানি সঙ্কটে ব্রাজিলে আটকে আছে দু’টি ইরানি জাহাজ। জাহাজ দু’টিকে জ্বালানি সরবরাহ করছে না ব্রাজিল। এজন্য ব্রাজিলকে ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরান বর্তমানে ব্রাজিল থেকে ২০০ কোটি ডলারের পণ্য আমদানি করে থাকে। ইরানি জাহাজকে জ্বালানি না দিলে দেশটি থেকে তেহরান আর কোনো পণ্য আমদানি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে।
ইরানি সংবাদমাধ্যম পার্স ট্যুডের খবরে বলা হয়েছে, ব্রাজিলের পেট্রোব্রাস তেল কোম্পানি ইরানি ওই জাহাজ দু’টিতে তেল সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ির বোলসোনারো গত শুক্রবার (১৯ জুলাই) বলেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে স্থানীয় কোম্পানিগুলোকে সতর্ক করেছে সরকার।
ব্রাজিরে এমন অবস্থানের প্রেক্ষিতে বুধবার (২৪ জুলাই) ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ আলী সকিয়ান ব্রাজিলের সরকারি কর্মকর্তাদেরকে বলেছেন, যদি জাহাজে তেল সরবরাহ করা না হয় তাহলে তেহরান সহজেই গম, সয়াবিন ও গোশতের জন্য নতুন সরবরাহকারী পেয়ে যাবে। বিষয়টির সমাধান ব্রাজিলের কর্মকর্তাদেরকেই করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply