1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

কুমিল্লায় বিকেএমইএ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে স্বচ্ছল জীবন যাপন করছে বেকার নারী-পুরুষরা

  • প্রকাশ কালঃ বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭১৫

(আবু সুফিয়ান রাসেল, কুমিল্লা)
অর্থমন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইএইপি) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) তত্তা¦বধায়নে বিনামূল্যে শ্রমিক প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহণ করে স্বচ্ছল জীবন যাপন করছে কুমিল্লার শতশত বেকার নারী-পুরুষ। বাংলাদেশে নীটওয়্যার খাতে প্রতিনিধিত্বকারী সংগঠন বিকেএমইএ’র সহযোগীতায় ২০১৭ সাল থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ^রোডে চালু হয় এ কোর্স। মাস ব্যাপি সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণ কর্মসূচীতে গার্মেন্টসে ব্যবহার করা হয় । এমন মেশিন সমূহের প্রাথমিক কাজ শেখানো হয়।

কুমিল্লা কেন্দ্র থেকে এ পর্যন্ত ১৮টি ব্যাচে প্রায় তিন শতাধিক প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ নিয়ে কুমিল্লা ইপিজেডসহ দেশের বিভিন্ন গার্মেন্টসে চাকুরিরত আছেন। কুমিল্লা ছাড়াও নারায়ণগঞ্জ, চট্টগ্রামে এ প্রশিক্ষণ চলে। প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষার্থী নেওয়া হয়। ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা আক্তার তন্বী জানান, আমি বিকেএমইএতে প্রশিক্ষণ নেওয়ার আগেও কুমিল্লা ইপিজেড এ একটা কোম্পানিতে কাজ করেছি হেলপার হিসাবে। তখন আমি ৫ হাজার ৫০০ টাকা বেতন পেতাম। এখন অপারেটর প্রশিক্ষণ নেওয়ার পর বেতন ওভার টাইম সহ মাসে ৯-১০ হাজার টাকা পাই।

এ শাখার প্রশিক্ষক একেএম মোস্তাফিজুর রহমান ও মো. সোহেল রানা জানান, ইলেকট্রিক্যালি অপারেটর সেলাই মেশিনের মধ্যে লকষ্টিক প্লেন মেশিন, ওভার লক মেশিন, ফ্লাটলক ইত্যাদির মেশিন অফারেটিং এর কাজ শেখানো হয়। টি-শার্ট কাটিং, বিভিন্ন অংশ যুক্ত করা সহ প্রাসঙ্গিক কাজ সমূহ আমরা শ্রেণি কক্ষে ও ল্যাবে হাতে কলমে শেখাই।
প্রশিক্ষণার্থী উপদেষ্টা ইকবাল হোসাইন জানান, ১৮-৩৫ বয়সের যে কোন নারী-পুরুষ ভর্তি হতে পারে। অক্ষরজ্ঞান সম্পন্ন যে কেউ ভর্তি হতে পারে। ভর্তির সময় জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি সহ অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করলে হবে। অথবা আমাদের অফিসের নম্বরে (০৮১৭৪১৩৬) যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

বিকেএমইএ-এসইএইপি কুমিল্লা ইউনিট এ্যাডমিনিস্ট্রেটর জসীম উদ্দিন জানান, বিনামূল্যে সুইং মেশিন অফারেশন প্রশিক্ষণে যে কেউ ভর্তি হতে পারবে। সুবিধা বঞ্চিত ব্যাক্তি, নারী, উপজাতি ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে সনদ ও ভাতা প্রদান করা হয়, চাকুরি পাওয়ার ক্ষেত্রে সহযোগীতা করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews