নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতিতে এবার যোগ দিচ্ছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা অধ্যাপক আবু সাইয়িদ। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয় থেকে তিনি দলের সদস্য ফরম সংগ্রহ করেন। এ সময় তিনি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সাথে বেশ কিছুক্ষণ আলাপ করেন।
গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বাংলাদেশ প্রতিদিনকে কিছুক্ষণ আগে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক সাইয়িদের আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগদানের কথা রয়েছে।
উল্লেখ্য, আবু সাইয়িদ ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। ১/১১’র পর আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন আওয়ামী লীগের সাবেক এই তথ্য ও গবেষণা সম্পাদক।
এর আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক জেনারেল (অব.) আনসা আমিন ও একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম গণফোরামে যোগ দিয়েছেন।-বাংলাদেশ প্রতিদিন
Leave a Reply